বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
জলি ঘোষ
ফাটল
ডিভোর্স | কবিতা
জলি ঘোষ
সম্পর্কে আজ ঘুণ ধরেছে
পরিবারে ভাঙন,
নিঠুর মনের আঙন।
সমাজে যে পিতামাতা
দেখায় পথের আলো,
পিতামাতার বিচ্ছেদে সেই
শিশুর জীবন কালো।
দেখায় পথের আলো,
শিশুর জীবন কালো।
ইগোটাকে আঁকড়ে ধরে
ফেলে শিশু দূরে,
মনের উঠান জুড়ে।
ডিভোর্সের এই পরিণামে
শুধুই মনে কষ্ট,
শিশুর জীবন নষ্ট।
অনাদরে অপমানে
আতঙ্কেরই কোলে,
জীবনে ঝড় তোলে।
আদর, স্নেহ, ভালবাসার
পরশ কোথায় মেলে!
অবহেলা জীবনকে তার
নরকে দেয় ঠেলে ।
No comments:
Post a Comment