প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Saturday, July 26, 2025

ফাটল | জলি ঘোষ

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
জলি ঘোষ
 
ফাটল
 

সম্পর্কে আজ ঘুণ ধরেছে
পরিবারে ভা,
ভালবাসা বিলুপ্ত প্রায়
নিঠুর মনের আন।


সমাজে যে পিতামাতা
দেখায় পথের আলো,
পিতামাতার বিচ্ছেদে সেই
শিশুর জীবন কালো।

ইগোটাকে আঁকড়ে ধরে
ফেলে শিশু দূরে,
বর্ণচোরা স্বপ্ন শিশুর
মনের উঠান জুড়ে।

ডিভোর্সের এই পরিণামে
শুধুই মনে কষ্ট,
বিষাদ ভরা ব্যর্থ শৈশব
শিশুর জীবন নষ্ট।

অনাদরে অপমানে
আতঙ্কেরই কোলে,
অনিশ্চিত ও রুদ্ধপথ তার
জীবনে ঝড় তোলে।

আদর, স্নেহ, ভালবাসার
পরশ কোথায় মেলে!
অবহেলা জীবনকে তার
নরকে দেয় ঠেলে ।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)