প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Saturday, July 26, 2025

মা | মাখনলাল প্রধান

বাতায়ন/ডিভোর্স/গল্পাণু/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | গল্পাণু
মাখনলাল প্রধান
 
মা

"ভদ্রমহিলা চড় উঁচিয়ে বললেনআমাকে না মেরে তোর শান্তি হয় না রে খোকা! আমি মারা যাইনি রে! এইতো আমি তোর সামনে। বোকা ছেলে!"


আজকালকার ছেলেরা এত বেয়াদব হয়েছে যে কী বলব! ভদ্রমহিলা হাঁটতে হাঁটতে দেখলেন সামনের যুবকটি বারবার ফিরে ফিরে তাকে দেখছে। বেশ অস্বস্তিবোধ করায় রাগ দেখিয়ে বললেন,


-তোমার কী হয়েছে? রাস্তায় চড়থাপ্পড় না খেলে ভাল লাগে না বোধহয়? ওভাবে কী দেখছ বারবার?
বলতে বলতেই দিলেন একটা চড় কষিয়ে।
যুবকটি থতমত খেয়ে বলল,
-আপনাকে অবিকল আমার মায়ের মতো
-চড় খেলে সকলেই মা বলে।
যুবক পার্স থেকে একটা ফটো বের করে দেখাল। ভদ্রমহিলা বলল,
-আবার আমার ফটো রাখা হয়েছে?
যুবক বলল,
-আমার মা দুমাস হল গত হয়েছেন।
ভদ্রমহিলা চড় উঁচিয়ে বললেন,
-আমাকে না মেরে তোর শান্তি হয় না রে খোকা! আমি মারা যাইনি রে! এইতো আমি তোর সামনে। বোকা ছেলে!
 
সমাপ্ত


No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)