প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Saturday, July 26, 2025

লেন্স | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
গৌতম কুমার গুপ্ত
 
লেন্স
 
বোকা বোকা খেলছি যেন
আলো আঁধার গ্রাফিক্স
সাজপোষাকের বাইরে একটি অনুজ্জ্বল মুখ
আমার রোদ্দুরের লেন্সে।
 
কেউ কেউ তৃতীয় নয়ন খুঁজছে
সভ্যতার রজ্জুতে ঝুলছে চাঁদমালা
খননের মহঞ্জোদরো ইতিহাস
নালন্দা সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে পূর্ণিমা
নীলরক্ত আলোকমালার সন্ধ্যারাগ।
 
দিনরাত্রির রোজনামচায়
কেউ লিখছে যাপন
কেউ আঁকছে একটি বিষণ্ন দিন
কেউ ভাসছে রাত্রিকালীন জোয়ারে
কেউ আঁকছে জলপ্রপাত
 
কে দেখি পদব্রজে নামাবলী গায়ে
ঋক ও যজুর্ব হাতে মধুকথায়
দূরে উড়ছে ঝান্ডা আমাদের বর্তমান
গদ্য-পদ্যে কাব্যি নিষাদ
 
বোকা বোকা খেলছি
ঝলসে যাচ্ছে অটো ফ্লাশ
ক্লিক ক্লিক...
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)