প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ঝড়ের রাতে | বিদ্যুৎ মিশ্র

বাতায়ন / ছড়া/৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/ ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া বিদ্যুৎ মিশ্র   ঝড়ের রাতে   ঝড়ের...

Saturday, July 26, 2025

স্বরগ্রাম | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
স্বরগ্রাম
 

সম্পর্কের মৃত্যু হলে পড়ে থাকে ছাই ও অঙ্গার
একথা লেখার পর মনে হয়, আরো কিছু আঘাত অনিবার্য ছিল যা শব্দহীন স্বরে বেজে যায় চিরকাল

শক্র মিত্র পাড়াপড়শি আপনার...
সেই অঙ্গবিহীন অঙ্গার ঘেঁটে কে--বা কবে তুলে এনে দেখিয়েছে হৃৎপিন্ডে বান্ধবনগর
এখনো উদাসীন উদ্ভিদের মৃত্যু হলে তার রস, রক্তে ভিজে যায় জ্যোৎস্নার বিষাদ ও বেদনার শব...
প্রতিটি জীবনের পিছনে থাকে বহুবিধ চিহ্নগুলি, অর্বাচীন দাহ, যদিও এমনই আশ্চর্য স্পৃহা বুকে নিয়ে মানুষকে সচেতন হেঁটে যেতে হয় প্রতিদিন নদীর কিনারে যেখানে বড়মাছ ছোটমাছকে গিলে ফেলে অনায়াসে নারীর প্রেম শিশুর সারল্য
প্রকৃত বন্ধুদের টান সে বোঝেনি কখনো
কীভাবেই-বা এ অপাংক্তেয় জীবন সে যাপন করে গেল, মোহে ভুলে ছিল এতকাল এ অব্যর্থ স্বরগ্রাম...
 

1 comment:

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)