বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
পম্পা ঘোষ
ভালবাসার
ঠিকানা কোথায়
ডিভোর্স | কবিতা
পম্পা ঘোষ
দীর্ঘদিনের পথ চলার
চাই যে অবসান
নিত্যনতুন স্বপ্ন নিয়ে
খোয়াচ্ছে সম্মান
অজানাকে ভয় নেই
মনের টানে চলা
বাইরের ওই চাকচিক্য
আপন মন ভোলা।
সুখের ঠিকানা কোথায় আছে
কেউ কি তা জানে!
নিত্যনতুন ছন্দ তালে
খুঁজছে তার মানে।
স্মার্টফোনের দৌলতে আজ
নারী পুরুষ সব
ঠিকানা খোঁজে ভালবাসার
নতুন সংসার।
মনের টানে চলা
বাইরের ওই চাকচিক্য
আপন মন ভোলা।
সুখের ঠিকানা কোথায় আছে
কেউ কি তা জানে!
নিত্যনতুন ছন্দ তালে
খুঁজছে তার মানে।
স্মার্টফোনের দৌলতে আজ
নারী পুরুষ সব
ঠিকানা খোঁজে ভালবাসার
নতুন সংসার।
No comments:
Post a Comment