বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক,
১৪৩২
কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | সেতু
নৃপেন চক্রবর্তী
সেতু
নির্জনতার ভেতর এখনও হালকা
অন্ধকার ছুঁয়ে আছে।
বাতাসে পাতা ঝরার শব্দ ছাড়া
অন্য কোনো শব্দ নেই।
ক'দিন আগেই খালের ওপর
শেষ হয়ে গেছে সেতু বন্ধনের কাজ।
রক্ত-ঘামে মানুষের নিজস্ব নির্মাণ!
রাত পোহালেই সেতুর ওপর মানুষের
ঢল নামবে...।
যে পাগলটা এতদিন
মন্দিরের বারান্দায় রাত্রি কাটাতো
সেও কাল সারারাত সেতুর ওপর থেকে
দেখে নিয়েছে নদী ও নক্ষত্র মালা!
* * *
টুকরো টুকরো কথায় ক্রমশই
ভেঙে যাচ্ছে অন্ধকার ও নির্জনতা
ভোরের গন্ধ মেখে একদল মানুষ পারাপার হচ্ছে...!
কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | সেতু
নৃপেন চক্রবর্তী
বাতাসে পাতা ঝরার শব্দ ছাড়া
অন্য কোনো শব্দ নেই।
শেষ হয়ে গেছে সেতু বন্ধনের কাজ।
রক্ত-ঘামে মানুষের নিজস্ব নির্মাণ!
যে পাগলটা এতদিন
মন্দিরের বারান্দায় রাত্রি কাটাতো
সেও কাল সারারাত সেতুর ওপর থেকে
দেখে নিয়েছে নদী ও নক্ষত্র মালা!
* * *
টুকরো টুকরো কথায় ক্রমশই
ভেঙে যাচ্ছে অন্ধকার ও নির্জনতা
ভোরের গন্ধ মেখে একদল মানুষ পারাপার হচ্ছে...!

No comments:
Post a Comment