বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
ফিরোজ শাহীন
আলাল
নীল
নকশা
তৃতীয় বিশ্বের দেশ—
সাম্রাজ্যবাদী ক্রীড়নক
সম্পদ লুণ্ঠনের নীল নকশা
আধিপত্যের কালো থাবা
ডিপষ্টেট ফর্মুলায় ষড়যন্ত্রের
নীল নকশা আঁকে— রংতুলির আঁচড়ে!
ক্ষমতার ঘুড়ি ওড়ে আকাশ নীলে
লাটাই সুতোয় কাটাকাটি খেলা
সুতো কেটে ডিগবাজি খায়
ঘুড়ি মেঘের আড়ালে আবডালে
রোদ্দুর কানামাছি—
সাম্রাজ্যবাদের আধিপত্যে বেঁচে আছি!
তৈমুর খান সংখ্যা | কবিতা
সাম্রাজ্যবাদী ক্রীড়নক
সম্পদ লুণ্ঠনের নীল নকশা
আধিপত্যের কালো থাবা
ডিপষ্টেট ফর্মুলায় ষড়যন্ত্রের
নীল নকশা আঁকে— রংতুলির আঁচড়ে!
লাটাই সুতোয় কাটাকাটি খেলা
সুতো কেটে ডিগবাজি খায়
ঘুড়ি মেঘের আড়ালে আবডালে
রোদ্দুর কানামাছি—
সাম্রাজ্যবাদের আধিপত্যে বেঁচে আছি!

No comments:
Post a Comment