বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক,
১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
সৈয়দ হাসমত জালাল
প্রপাত
বহুদূর-দেশ থেকে অন্ধকারে
একটি প্রপাতের শব্দ ভেসে আসে
সুচিরকালের এক প্রণয়প্রপাত
জেগে থাকে স্তব্ধতার ভেতর
কত আলোকবর্ষ দূরের তারাদের আলো
জোনাকির মতো জ্বলে
সে আলোয় আঁকি তোমার মুখচ্ছবি
ঢেউয়ে ঢেউয়ে নিঃশর্ত শব্দ ও রেখার আকিঞ্চন
ঘন ও গহন হয়ে ওঠে রাত্রির প্রতিশ্রুতি
নীল পটভূমি
ক্রমশ উন্মোচিত বেদনার আকাশপ্রবাহ
প্রপাতের তল থেকে উঠে আসে ভোর
তোমার মুখের মতো
শান্ত রহস্যে ফুটে থাকা আরক্ত একটি গোলাপ
তার পাপড়িতে কার হৃৎস্পন্দন জেগে থাকে
তুমি টের পাও?
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
সৈয়দ হাসমত জালাল
একটি প্রপাতের শব্দ ভেসে আসে
সুচিরকালের এক প্রণয়প্রপাত
জেগে থাকে স্তব্ধতার ভেতর
কত আলোকবর্ষ দূরের তারাদের আলো
জোনাকির মতো জ্বলে
ঢেউয়ে ঢেউয়ে নিঃশর্ত শব্দ ও রেখার আকিঞ্চন
ঘন ও গহন হয়ে ওঠে রাত্রির প্রতিশ্রুতি
নীল পটভূমি
ক্রমশ উন্মোচিত বেদনার আকাশপ্রবাহ
তোমার মুখের মতো
শান্ত রহস্যে ফুটে থাকা আরক্ত একটি গোলাপ
তার পাপড়িতে কার হৃৎস্পন্দন জেগে থাকে
তুমি টের পাও?

খুবই ভালো লাগল
ReplyDelete