বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/গল্পাণু/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী
সংখ্যা |
গল্পাণু
জয়নাল
আবেদিন
পথের
দাবি
"মেয়েটার ফোনের কাছে মুখ এগিয়ে নিয়ে বললাম। -জয়িতা, চলো নেমে যাই। খিদে পাচ্ছে। কিছু খাওয়া যাক।"
-হ্যাঁ, জয়েন করেছি। তিন মাস
চলছে।
-একটু বেটার সুযোগের অপেক্ষা করতে পারতে।
-ধুর, যা পেলাম এটা চলুক। বেটার
কিছু পেলে ছাড়তে অসুবিধে কোথায়?
-কেমন আছ? তুমি তো আজকাল ফোনই
করো না।
-না গো, সময় করে উঠতে পারিনি।
বিশ্বাস কর।
-অবিশ্বাস করছি না। ভাবছি দূরে আছি তো। তাই হয়তো ভুলে
যাচ্ছ।
-এভাবে বলছ কেন?
দেখো
সুজয়, আমি তোমার ছিলাম, আছি, থাকব। তোমার অপেক্ষায় শেষদিন পর্যন্ত থাকব।
-জয়িতা, মুখের শব্দ অনেক সময়
কাজ অব্দি পৌঁছয় না।
-তুমি আজ এত হেঁয়ালি করে কথা বলছ কেন?
-সময় অনেক কিছু নতুন শিখিয়েছে। আজ ব্যাঙ্গালোরে বেশ খানিকটা সময়
বৃষ্টি হলো। থামতেই চায় না।
-আমাদের এখানে আকাশ পরিষ্কার। তুমি কি অফিসেই আছ?
-হ্যাঁ, সিটি সেন্টারে শপিং
করতে গিয়েছিলে কবে যেন?
-এই তো, গত শনিবারে।
-কে ছিল সঙ্গে? কিনলে না কিনে দিল।
-সুমিতাদির সঙ্গে গিয়েছিলাম। আমার কলিগ। নিজেই কিনেছি।
-আজকাল তুমি অনেক অ্যাডভান্স হয়ে গেছ।
-তাই বুঝি! সময়ের অভ্যাস।
আমি নামব বলে অটোকে দাঁড়
করালাম। মেয়েটার ফোনের কাছে মুখ এগিয়ে নিয়ে বললাম।
-জয়িতা, চলো নেমে যাই। খিদে পাচ্ছে।
কিছু খাওয়া যাক।
-কে ডাকলে তোমায়?
সঙ্গে
কে আছে?
জয়িতা হতবাক। হাঁ করে শুধু
তাকিয়ে ছিল। বললে,
-এটা কী হলো?
আমি কোন দিকে না তাকিয়ে
হাঁটা দিলাম।
সমাপ্ত

No comments:
Post a Comment