বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
বাংলা
দেশ
তুমি তো মানুষ নও
তুমি কি হিন্দু? মুসলমান তুমি?
তুমি কি বৌদ্ধ? খ্রিস্টান তুমি?
তুমি কি পারসি? তোমার ধর্ম্ম জৈন?
তুমি কি আদিবাসী? উচ্চবর্ণ তুমি?
তুমি কি সংখ্যালঘু? সংখ্যাগুরু তুমি?
তুমি তো মানুষ নও
তুমি কে? কী তোমার পরিচয়?
তুমি তো মানুষ নও?
তুমিই তাহলে সন্ত্রাসবাদী? উগ্র জাতীয়তাবাদী?
দশ মাস দশ দিন যে নারী পেটে
ধরেছে সে তোমার মা, আজ যে সেও কাঁদছে
যে মাটিতে তোমার ওঠা বসা সন্ধে সকাল
তার চোখের কোনায় জল চিকচিক করছে
তুমি দেখতে পাচ্ছ না?
তাহলে তোমার চোখ নেই বন্ধু
তুমি শুনতে পাচ্ছ না সে আর্তনাদ?
তাহলে তোমার কান নেই বন্ধু
কান নেই...
তাহলে তুমি তো মানুষ নও
তোমাকে কী বলে ডাকব
বলো?
জানোয়ার বললে জানোয়ারদের
অপমান করা হয়
তুমি তো মানুষ নও
রবীন্দ্রনাথ তোমার বৈরী
নজরুলের সঙ্গে তোমার চিরকালের শত্রুতা
জীবনানন্দ দাশের তুমি নাম শোনোনি
তুমি তো মানুষ না
একজন দীপু দাস অগুনতি দীপু দাসের জন্ম দিয়ে গেলো, তুমি বুঝতেও পারলে না
আসলে তুমি তো মানুষ না
আসলেই তুমি মানুষ না...
কালো কাল | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
যে মাটিতে তোমার ওঠা বসা সন্ধে সকাল
তার চোখের কোনায় জল চিকচিক করছে
তুমি শুনতে পাচ্ছ না সে আর্তনাদ?
কান নেই...
তাহলে তুমি তো মানুষ নও
তুমি তো মানুষ নও
নজরুলের সঙ্গে তোমার চিরকালের শত্রুতা
জীবনানন্দ দাশের তুমি নাম শোনোনি
একজন দীপু দাস অগুনতি দীপু দাসের জন্ম দিয়ে গেলো, তুমি বুঝতেও পারলে না
আসলে তুমি তো মানুষ না

No comments:
Post a Comment