বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
বিদ্যুৎ মিশ্র
আগুনের
আঁচ
দাও জ্বালিয়ে সভ্যতা, সংস্কৃতি আর ইতিহাস
হিংসায় উন্মুক্ত আকাশে রক্তের নিশান উড়ুক
আমরা সম্প্রীতির ডঙ্কা বাজিয়ে
মুখ লুকাই চরম নির্লজ্জভাবে।
এখানে প্রতিবাদী মানেই
সাম্প্রদায়িক
নিজের বাড়িতে আগুন না লাগলে
আগুনের আঁচ বোঝা যায় না।
যখন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে চরম অশান্তি
মৃত্যুমিছিলে বিশৃঙ্খল গোটা সমাজ
হিংসায় উন্মত্ত একটা প্রজন্ম
শেষ করে দিতে চায় সম্পূর্ণ গোটা জাতিকে।
ঠিক সেই মুহূর্তে
ঘুরে দাঁড়ানো ছাড়া কোন উপায় থাকে না।
সময় এসেছে এবার চিহ্নিত করার,
এখনো যারা নিরাপদ আশ্রয়
খুঁজে
নিজেকে উদার গণতান্ত্রিক দেশের বাসিন্দা ভেবে
চোখে কাপড় বেঁধে সাম্যের কবিতা লেখেন;
সেই দিন দূরে নয়, যখন
এই আগুন তাদেরও চৌকাঠ ডিঙিয়ে
হানা দেবে ঘরের উঠোন।
চোখের জলে এবার জ্বলে উঠুক
প্রতিবাদের আগুন
যে জাতি হিংসাত্মক আগুনের খেলায় মেতেছে
যে উল্লাস ধ্বনিতে মুখরিত সারা আকাশ
সেই আগুনেই ঝলসে যাবে গোটা দেশ
সেই আকাশে উড়বে চিল শকুন
এক গজ কবরও নসিব হবে না কারও।
কালো কাল | কবিতা
বিদ্যুৎ মিশ্র
হিংসায় উন্মুক্ত আকাশে রক্তের নিশান উড়ুক
আমরা সম্প্রীতির ডঙ্কা বাজিয়ে
মুখ লুকাই চরম নির্লজ্জভাবে।
নিজের বাড়িতে আগুন না লাগলে
আগুনের আঁচ বোঝা যায় না।
যখন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে চরম অশান্তি
মৃত্যুমিছিলে বিশৃঙ্খল গোটা সমাজ
হিংসায় উন্মত্ত একটা প্রজন্ম
শেষ করে দিতে চায় সম্পূর্ণ গোটা জাতিকে।
ঠিক সেই মুহূর্তে
ঘুরে দাঁড়ানো ছাড়া কোন উপায় থাকে না।
নিজেকে উদার গণতান্ত্রিক দেশের বাসিন্দা ভেবে
চোখে কাপড় বেঁধে সাম্যের কবিতা লেখেন;
এই আগুন তাদেরও চৌকাঠ ডিঙিয়ে
হানা দেবে ঘরের উঠোন।
যে জাতি হিংসাত্মক আগুনের খেলায় মেতেছে
যে উল্লাস ধ্বনিতে মুখরিত সারা আকাশ
সেই আগুনেই ঝলসে যাবে গোটা দেশ
সেই আকাশে উড়বে চিল শকুন
এক গজ কবরও নসিব হবে না কারও।

No comments:
Post a Comment