বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
হায়
দেশ; বাংলা
দেশ
হলুদিয়া পাখির মতো এ নগরও সঁপেছিল আলো।
পৃথিবীর প্রাণীর কাছে
হাওয়ারা যেমন।
দুই দুই চার হবে, পুষ্টি পাবে,
নাগরিক তৈজসপত্রে সমৃদ্ধের
আলো।
অথচ; শেষমেশ ধর্ম পুড়ল।
চাতুরীর ভ্রূকুটি জ্বরে মানুষ পুড়ল
জন্মের মাটি থেকে পোড়ার গন্ধ ভেসে এল।
হায় দেশ! হায় বাংলাদেশ!
সভ্যতার ইতিহাস রচো এইভাবে?
তোমার প্রজন্ম কী বরাবর এ
ইতিহাস বয়েই বেড়াবে?
ধিক্কার জানাচ্ছে মাটি
ধিক্কার জানাচ্ছে সব দেশ।
কালো কাল | কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
দুই দুই চার হবে, পুষ্টি পাবে,
চাতুরীর ভ্রূকুটি জ্বরে মানুষ পুড়ল
জন্মের মাটি থেকে পোড়ার গন্ধ ভেসে এল।
সভ্যতার ইতিহাস রচো এইভাবে?
ধিক্কার জানাচ্ছে সব দেশ।

ধিক্কার জানাই এমন দেশকে।
ReplyDelete