প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ

  বাতায়ন/নবান্ন/ সম্পাদকীয় /৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ ,   ১৪৩২ নবান্ন | সম্পাদকীয়   আমরা ভাল, ওরা খারাপ "স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ...

Thursday, January 1, 2026

সম্বৎসর | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
গৌতম কুমার গুপ্ত
 
সম্বৎসর
 
এবছরও বদ অভ্যেস গেল না
হাতে মাত্র কয়েকটা দিন
সত্যকে মিথ্যা চাপা দিচ্ছে
কিংবা মিথ্যাকে সত্য বলে
 
আ্ত্মা থেকে দুরাত্মার তফাতে
চুপকথায় সেরে নিচ্ছে অকাজ
স্ফূর্তি-ফার্তা সেরে গেলাসের তরলে
বরফকুচির মতো সুখ ভাসাচ্ছে
 
তৃষ্ণার যা কিছু গুণগান জলসংখ্যায়
নাচিয়ে নিচ্ছে পুতুলনাচ মঞ্চসজ্জায়
অভিনেতার মতো গুছিয়ে নিচ্ছে ঘৃণা
পকেটে করে নিয়ে চলে যাচ্ছে তামাশা
 
আমরা হাততালি দিয়ে বাহবা দিচ্ছি
সাবাস সাবাস ফ্লাইং কিস হাল্লাবোল
ঘরে ঘরে ফিরে গিয়ে দেখছি
একটাও আগামী বলে কিচ্ছুটি নেই
 

No comments:

Post a Comment

২০২৬-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)