বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
বিবেক পাল
ঋতু
শীতে
ঋতুচক্রে এখন শীতকাল
সারারাত শিশির ভেজা গাছ থেকে
রস চুঁইয়ে চুঁইয়ে হাঁড়ি ভরে।
বোবা গাছের শরীর জুড়ে
অব্যক্ত যন্ত্রণার ক্ষতচিহ্ন!
নবান্নের আয়োজনে
খুশি মেতেছে মনে
রসুই থেকে ভেসে আসে
পরমান্নে পাটালির সুঘ্রাণ
নিকানো উঠোনের আলপনা ভিজে
ভিজে আমন ধান শিশির-জলে।
ন্যাড়া মাঠে নদীর বুকে
শিশিরের চাদর
ক্রমশ দিন ছোট হয়ে আসে
হাভাতে ঘরে অব্যক্ত বেদনা
ঋতু শীতে—
নবান্ন | কবিতা
বিবেক পাল
সারারাত শিশির ভেজা গাছ থেকে
রস চুঁইয়ে চুঁইয়ে হাঁড়ি ভরে।
বোবা গাছের শরীর জুড়ে
অব্যক্ত যন্ত্রণার ক্ষতচিহ্ন!
খুশি মেতেছে মনে
রসুই থেকে ভেসে আসে
পরমান্নে পাটালির সুঘ্রাণ
নিকানো উঠোনের আলপনা ভিজে
ভিজে আমন ধান শিশির-জলে।
ক্রমশ দিন ছোট হয়ে আসে
হাভাতে ঘরে অব্যক্ত বেদনা
ঋতু শীতে—

No comments:
Post a Comment