প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, June 10, 2023

জলছুঁই | শান্তময় গোস্বামী

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৯ম সংখ্যা/২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০

কবিতা
শান্তময় গোস্বামী

জলছুঁই


এই মেঘলায় ঠোঁট তোমার স্পর্শ বিমুখ, চোখে কী ভীষণ প্লাবন।
এক মনে এঁকেছে ঘৃণার হিসেব, ভুল করে তাকে বর্ষা ভেবেছি।   
আগুন জ্বলুক পাহাড়ে, উপত্যকায়, অন্দরে, অজানা বন্দরে…
ধারাপাত স্নেহ ঝরে পড়ুক পাথরের কাঠিন্যে…
শুধু রাগ দেখেছি সোহাগী লতায়, ঝাপসা দু’চোখের নিঝুম দেখিনি।    
 
সব কথা একে একে জানাব ভেবেছিলাম…
এনেছিলাম মেঘলা রঙের বর্ষার হাওয়াই চিঠি
সে চিঠির অক্ষরে অক্ষরে লেখা ছিল, কিছু ছুঁয়ে দেওয়া…
লেখা ছিল উঠোনের অতসী ফুলগাছের কথা, এবার বর্ষায় তার ফুলের ছড়াছড়ি
আরেকটু কাছে থাকলেই বৃষ্টিভেজা বাতাসে গন্ধ পেতে তার।
 
সলাজ উপহারে পাওয়া সেই জলছাপ হাতেলেখা চিঠি!
এখনও আছে মনকেমনের আকুণ্ঠ টুপটাপে, ভেজা প্রশ্বাসে…
জলছুঁই সেই সুগন্ধ আশকারা দেয় মেয়াদ বজায় রাখতে।
একবার… প্রত্যেকবার চোখ মুছে শরীরে রাখি শান্ত শুশ্রূষা।
জলের ভিতর হেঁটে গিয়ে বৃষ্টি চাই, আমার ভিতরে শুধুই কান্নাজল মাপি।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)