বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৪তম সংখ্যা/১২ই শ্রাবণ, ১৪৩০
কবিতা
অরূপ
জন্মদিন
বাঘনখ খুঁচিয়ে আলগা
করে শরীর থেকে আত্মা,
কে এক জীবাশ্ম প্রেমিক! জড়িয়ে থাকে শিলাজন্ম
বেসিনের অনবরত জলের ফোঁটায় ধুয়ে যায় গত জন্মের পাপ।
কে এক জীবাশ্ম প্রেমিক! জড়িয়ে থাকে শিলাজন্ম
বেসিনের অনবরত জলের ফোঁটায় ধুয়ে যায় গত জন্মের পাপ।
জিভের উপর ঝুলে থাকে অব্যয়;
হাতের রেখায় লেগে থাকে প্রাচীন জ্যামিতি
পাখির পাখার ভূগোল বোঝা মস্তিষ্কের অসাধ্য।
আমার চোখে ব্রেইলের ক্ষতবিক্ষত সংকেত,
আমরা যাকে জীবন বলি আসলে তা ডিসটোপিয়া
খুব সুন্দর লাগলো ধন্যবাদ 🍁🌿
ReplyDeleteধন্যবাদ। ভালোবাসা জানবেন
Delete