বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৪তম সংখ্যা/১২ই শ্রাবণ, ১৪৩০
কবিতা
উদয় মণ্ডল
আশ্চর্য এক দাবানল
আমি না, রাত্রি ঘুমিয়ে
আছে আমার পাশে
আমি জেগে আছি— 'অরণি'র
জন্য
রাত্রির গা ঘেঁষে।
অনেক খসখস, ব্যর্থতার
জ্বালায় অনিবার্য
এপাশ-ওপাশ।
তারপর, ঘুমিয়ে পড়েছি অজান্তে
নির্বোধ শিশুর মতো।
রাত্রির গায়ে পা তুলে।
পা ফেলছি কিন্তু পথ নেই,
শুধুই হিংস্র কাঁটা!
চোখ মেলছি কিন্তু আলো নেই,
শুধুই দানব অন্ধকার!
অথচ, ঐশ্বরিক কাউকে নয়,
নীরবতা ভেঙে ঐকান্তিক চিৎকার করে বলছি অরণ্যকে,
হে অরণ্য, আলো দাও
চোখ মেলি।
আমায় পথ দেখাও
পা ফেলি।
দারুণ আসুরিক তান্ডব নৃত্যে।
তারপর— আশ্চর্য এক দাবানল!
পথ চলতে শুরু করব, এমন সময়
এমন সময় প্রথম কোকিল ডাকল।
অরণির প্রথম আলো ঘুলঘুলি দিয়ে
আমার ঘরে।
পা সরিয়ে রাত্রি চলে গেছে
অনেক আগে।
রাত্রির গায়ে পা তুলে।
No comments:
Post a Comment