বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৪তম সংখ্যা/১২ই শ্রাবণ, ১৪৩০
কবিতা
ভুবনেশ্বর মন্ডল
ফেরা
খেলা শেষ হলে ঘরে ফেরার
ঘন্টা
আলো-অন্ধকারে নদী আসে কাছে
মুঠো মুঠো প্রেম-গল্প শোনায়…
বোধিবৃক্ষের নীচে আমরা
কেউ ফিরতে চাই না
শিকড়ে শিকড়ে ভালবাসা-মাটি জেগে থাকে আত্মায়
সবুজ শিশু হাঁটে হৃদয়ের পথে
তাই আমরা কেউ ফিরতে চাই না…
তবুও ফেরায় নিয়তি
নির্বাণ রাতে আমরা প্রমিথিউস
আগুন দিই চিতা কাঠে।
আলো-অন্ধকারে নদী আসে কাছে
মুঠো মুঠো প্রেম-গল্প শোনায়…
শিকড়ে শিকড়ে ভালবাসা-মাটি জেগে থাকে আত্মায়
সবুজ শিশু হাঁটে হৃদয়ের পথে
তাই আমরা কেউ ফিরতে চাই না…
নির্বাণ রাতে আমরা প্রমিথিউস
আগুন দিই চিতা কাঠে।
No comments:
Post a Comment