বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৪তম সংখ্যা/১২ই শ্রাবণ, ১৪৩০
কবিতা
কল্যানী মন্ডল
মহাপ্রস্থান
রাজপথ ধরে মানুষের ঢল
যাচ্ছি কোথায়?
ফিসফিস করে কথা বলছে কারা?
যত হাঁটি পিছিয়ে পড়ি
নিঃশব্দে সুড়সুড়ি দিয়ে চলে ওরা,
তবু বুক বাঁধি দীর্ঘ প্রতীক্ষায়৷
সম্পর্কিত প্রাণের
প্রীতি এখন শুধুই স্মৃতি৷
যাচ্ছি কোথায়?
ফিসফিস করে কথা বলছে কারা?
যত হাঁটি পিছিয়ে পড়ি
নিঃশব্দে সুড়সুড়ি দিয়ে চলে ওরা,
তবু বুক বাঁধি দীর্ঘ প্রতীক্ষায়৷
No comments:
Post a Comment