বাতায়ন/কবিতা/সাপ্তাহিকী/১ম বর্ষ/১৪তম সংখ্যা/১২ই শ্রাবণ, ১৪৩০
কবিতা
শ্রীময়ী চক্রবর্তী
ধার শোধ
যতবার ভেবেছি
এইটা শোধ করলেই সব শেষ
ততবারই
কারা যেন ফিসফিসিয়ে বলে উঠেছে
এতই কি সহজ
দেখার মতো করে দেখলে
আনাচকানাচ থেকে বেরিয়ে আসে
আরো কত ছোট বড় ধুলোমাখা ঋণ
অবাক লাগে কখনও-বা অপরাধী
ধার বাকি ঠিক থেকেই যায়
আমাকে ছাড়াই চলে যায়
শেষ ট্রেনটা
এইটা শোধ করলেই সব শেষ
ততবারই
কারা যেন ফিসফিসিয়ে বলে উঠেছে
এতই কি সহজ
দেখার মতো করে দেখলে
আনাচকানাচ থেকে বেরিয়ে আসে
আরো কত ছোট বড় ধুলোমাখা ঋণ
অবাক লাগে কখনও-বা অপরাধী
ধার বাকি ঠিক থেকেই যায়
আমাকে ছাড়াই চলে যায়
শেষ ট্রেনটা
No comments:
Post a Comment