বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১৩তম সংখ্যা/৫ই শ্রাবণ, ১৪৩০
কবিতা
সৈয়দ হাসমত জালাল
অবিনশ্বর
একটি একাগ্র গোলাপ পূর্ণ করে রাখে যে অনন্ত বাগান
নির্জন শান্ত দুপুরের আকাশনীলিমা নেমে আসে ওইখানে
আশ্বিনের আকস্মিক ধারাপাতে চরাচর সেরে নেয় স্নান
রঙিন রৌদ্রে বাজে কার বাঁশি, কার ওষ্ঠে গান, শুধু সে-ই জানে
নির্জন শান্ত দুপুরের আকাশনীলিমা নেমে আসে ওইখানে
আশ্বিনের আকস্মিক ধারাপাতে চরাচর সেরে নেয় স্নান
রঙিন রৌদ্রে বাজে কার বাঁশি, কার ওষ্ঠে গান, শুধু সে-ই জানে
কার ওষ্ঠে আদর-সোহাগের ধ্বনিত বর্ণমালা, নিহিত পদ্যমঞ্জরী
গভীর রাতের জেগে-থাকা জুড়ে অলোকসম্ভব সুগন্ধ ভাসে
উদাসী সকাল গড়িয়ে গেলে বুকের নিভৃতে দরবারী টোড়ি
সর্বস্ব সঁপে দিতে এমন এক-একটি দিন এ জীবনে আসে
গভীর রাতের জেগে-থাকা জুড়ে অলোকসম্ভব সুগন্ধ ভাসে
উদাসী সকাল গড়িয়ে গেলে বুকের নিভৃতে দরবারী টোড়ি
সর্বস্ব সঁপে দিতে এমন এক-একটি দিন এ জীবনে আসে
ও মায়ানিসর্গের একাকী গোলাপ, দাহহীন আগুনের শিখা
তোমার দহন-লাবণ্যের কাছে দু-হাত পেতেছে উৎসুক কবি
জ্বলন্ত পাপড়িতে তার দীর্ঘ ললাটে এঁকে দাও উজ্জ্বল টীকা
জীবাশ্ম খুঁড়ে যে তুলে আনে শব্দের প্রাণ, গহন চলচ্ছবি
তোমার দহন-লাবণ্যের কাছে দু-হাত পেতেছে উৎসুক কবি
জ্বলন্ত পাপড়িতে তার দীর্ঘ ললাটে এঁকে দাও উজ্জ্বল টীকা
জীবাশ্ম খুঁড়ে যে তুলে আনে শব্দের প্রাণ, গহন চলচ্ছবি
তুলে আনে সহস্র জন্মের প্রেম, মৃত্যুর আকীর্ণ অন্ধকার
খুঁড়ে--
অবিনশ্বর গোলাপ, ফুটে থাকো তার নীল অপার জ্যোৎস্না জুড়ে
অবিনশ্বর গোলাপ, ফুটে থাকো তার নীল অপার জ্যোৎস্না জুড়ে
No comments:
Post a Comment