বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
শুভা রায়
বৃষ্টি নামুক
আজ এমন একটা বৃষ্টি নামুক যা আগে কেউ কখনো দেখেনি
অসময়ে তমসাচ্ছন্ন হোক ধরণী
পাখিরা আগেই নাহয় ফিরুক কুলায়
কিছু আম্র মুকুল অকালে ঝরুক!
উঠোন ভাসুক প্লাবনে
ভিজে যাক কবিতার খাতা!
তবুও আসুক এমন দুরন্ত, দুর্বার বারিধারা…
যা নিমেষেই নির্বাপিত করবে অহংকারে উন্মত্ত প্রভাকরের নিষ্ঠুর অগ্নি প্রক্ষেপণ
মেঘের বুকভাঙা সঞ্চিত অঝোর অশ্রুধারার সাথে তৃষিত মৃত্তিকার হোক গাঢ় আলিঙ্গন…
মাতাল করা সোঁদা গন্ধে পুলকিত হোক আকাশ-বাতাস
শান্তি আসুক অরণ্যে, শান্তি আসুক সকল প্রাণে
শীতলতার স্নিগ্ধ আবেশে সিক্ত হোক ধরণীর বুক
এমন একটা বৃষ্টি নামুক এখনই—
যা আগে কেউ কখনো দেখেনি!
মেঘের বুকভাঙা সঞ্চিত অঝোর অশ্রুধারার সাথে তৃষিত মৃত্তিকার হোক গাঢ় আলিঙ্গন…
মাতাল করা সোঁদা গন্ধে পুলকিত হোক আকাশ-বাতাস
শান্তি আসুক অরণ্যে, শান্তি আসুক সকল প্রাণে
শীতলতার স্নিগ্ধ আবেশে সিক্ত হোক ধরণীর বুক
যা আগে কেউ কখনো দেখেনি!
No comments:
Post a Comment