বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
কল্যাণী মণ্ডল
বৃষ্টি আঁকি
সারাদিন আজ বৃষ্টি নামুক
চোখের পাতায় গড়িয়ে পড়ুক জল
ভিজুক চিবুক, নরম বালিশ
নিস্তব্ধতা আলো-আধাঁরিতে করুক খেলা…
জানালা-কপাট একে অপরকে
জড়িয়ে ধরুক সারাবেলা
বালুকার তপ্ত রোদে ঝিনুক খুঁজে কাটাই সময়
মন ছুঁয়ে আছে বিদায়ি বেলার সুর
অন্তরার সুরে রয়ে গেল কিছু ফাঁক
সারেঙ্গির সুরে উত্তাল মনের দরজায় করাঘাত…
চলো অন্ধকারে হোঁচট খেতে খেতে
বেখেয়ালি মনের শেষে এসে দাঁড়াই
আয়েশি বিকেলের সোনালী রোদে
দু’চোখে বৃষ্টি নিয়ে আঁকি ঢেউহীন এক পৃথিবী
চোখের পাতায় গড়িয়ে পড়ুক জল
ভিজুক চিবুক, নরম বালিশ
নিস্তব্ধতা আলো-আধাঁরিতে করুক খেলা…
জড়িয়ে ধরুক সারাবেলা
বালুকার তপ্ত রোদে ঝিনুক খুঁজে কাটাই সময়
অন্তরার সুরে রয়ে গেল কিছু ফাঁক
সারেঙ্গির সুরে উত্তাল মনের দরজায় করাঘাত…
বেখেয়ালি মনের শেষে এসে দাঁড়াই
আয়েশি বিকেলের সোনালী রোদে
দু’চোখে বৃষ্টি নিয়ে আঁকি ঢেউহীন এক পৃথিবী
No comments:
Post a Comment