বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
ভুবনেশ্বর মন্ডল
বর্ষা বিরহ
বর্ষা বিরহ ছুঁয়ে থাকে
সোঁদা গন্ধে 'মেঘদূত' দাঁড়ায় বারান্দায়
আষাঢ়ের অলকা রামগিরি আজও হৃদয়ের পথে
বিরহ ছুঁয়ে আমরা এখন কমবেশি সকলেই রাধা
যত বৃষ্টি সে তো আমাদেরই কান্না
বর্ষা অনন্ত হয়ে আমাদের হাত ধরে
ভিজে মাটির গন্ধটুকু মেখে আমরা যক্ষ
নির্বাসনের দিনলিপি লিখি সম্পর্ক মাথুরে
সোঁদা গন্ধে 'মেঘদূত' দাঁড়ায় বারান্দায়
আষাঢ়ের অলকা রামগিরি আজও হৃদয়ের পথে
বিরহ ছুঁয়ে আমরা এখন কমবেশি সকলেই রাধা
যত বৃষ্টি সে তো আমাদেরই কান্না
বর্ষা অনন্ত হয়ে আমাদের হাত ধরে
ভিজে মাটির গন্ধটুকু মেখে আমরা যক্ষ
নির্বাসনের দিনলিপি লিখি সম্পর্ক মাথুরে
No comments:
Post a Comment