বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
অমলেশ কুমার ঘোষ
সৃষ্টি
বাংলা ১৪৩০, অসহ্য গরমে
হচ্ছিল খুব কষ্ট
আষাঢ়ের শুরুতেও সেসব
ছবি ছিল স্পষ্ট,
ঝমঝমিয়ে নামল বৃষ্টি
হঠাৎ করে পাল্টে দিল সব
ঘ্যানঘ্যানে, সারা দিন রাত
রিমঝিম বৃষ্টির কলরব।
সইতে হয়েছে অসহ্য গরম
এদিকে বর্ষায় ঝড় জল বৃষ্টি
শরীর মনের সহন শক্তি
সময়ের সাথে প্রকৃতির সৃস্টি,
আম জাম নানারকম গরমের
মধুমিষ্টি মৌসুমি ফল
বর্ষায় বৃষ্টি ভেজা মন, জলে মাছ
মাঠে ভর্তি সবুজ ফসল।
👌👌👌👍
ReplyDelete