বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
প্রভাত ভট্টাচার্য
বৃষ্টি ভেজার দিন
যখন জলতরঙ্গের সুরের সাথে মিশে যায়
বৃষ্টির রিমঝিম-
সিক্ত পল্লবের দল জানায় সাদর আহ্বান
ভিজবে এসো সব্বাই আমাদের সাথে
যাই যাই করে আর যাওয়া তো হয় না।
আজ মেঘে ছেয়েছে আকাশ, আবার নেমেছে অঝোর ধারা
আর ঘরে বসে থাকা নয়, চলো যাই বাইরে-
আজ বৃষ্টি ভেজার দিন।
বৃষ্টির রিমঝিম-
সিক্ত পল্লবের দল জানায় সাদর আহ্বান
ভিজবে এসো সব্বাই আমাদের সাথে
আর ঘরে বসে থাকা নয়, চলো যাই বাইরে-
আজ বৃষ্টি ভেজার দিন।
No comments:
Post a Comment