বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
দীপক বেরা
গভীর খনন
এই গ্রীষ্মের কর্কটক্রান্তীয় বলয়ে নিষ্ঠুর তৃষ্ণা যখন আমাদের গিলে খাচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের হাওয়া আলিঙ্গনে তখন কেউ বেহুঁশ, নেশার নিদ্রাযাপনে। অথচ, শীতে পেঙ্গুইনদের পায়ের তলায় জল নেই। উন্নয়নের প্রয়াসে সারা পৃথিবী জুড়ে সভ্যতার উনুনে আগুন জ্বলছে দিনরাত। সীমান্তে যুদ্ধ, বারুদের বিস্ফোরণ। বারুদের ঘ্রাণে ও শোকে ধূসর পোকারা কবে উপসংহার লিখে চলে গেছে। সারাদিন অরণ্য দাপিয়ে ঘেঁটেঘুঁটে গোসাপ কাঁধে কালকেতুরা ঘরের পথে ফিরে গেছে বহুদিন। অরণ্যে গাছেদের মতো মানুষের হৃদয়ের অলিন্দে আজ দাবানল।
তবু বেঁচে থাকার যুদ্ধ জুড়ে স্বপ্ন বাঁচিয়ে বাঁচিয়ে যুদ্ধ শেষের সংকেত ধ্বনি শুনি.., তখন সূর্যাস্তের প্রচ্ছদ সরিয়ে শুকিয়ে যাওয়া জলরঙে কেবল বরাদ্দ প্রাণটুকু নিয়ে ভালবাসার খোঁজে জীবন যন্ত্রণার গভীর খনন…
No comments:
Post a Comment