বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
উজ্জ্বল পায়রা
মেঘ বৃষ্টি বিমোচন
কথা বলতে না পারার মতো অব্যক্ত যন্ত্রণা নিয়ে
বেঁচে থাকে আকাশ-মেঘ
অপেক্ষার পর অপেক্ষারা
ক্ষণে ক্ষণে রূপ বদলে দেয় তার
কথারা দেওয়াল ভেঙে ফেলতে চায়
বোবা প্রাণে নিরন্তর রক্তক্ষরণ হয়
সে রক্ত চোখের জলে ফোয়ারা হয়
বৃষ্টি ঝরে...
বৃষ্টির কোন স্বাদ নেই
রঙ নেই
আছে বিমোচন...
বেঁচে থাকে আকাশ-মেঘ
ক্ষণে ক্ষণে রূপ বদলে দেয় তার
কথারা দেওয়াল ভেঙে ফেলতে চায়
বোবা প্রাণে নিরন্তর রক্তক্ষরণ হয়
সে রক্ত চোখের জলে ফোয়ারা হয়
বৃষ্টি ঝরে...
রঙ নেই
আছে বিমোচন...
No comments:
Post a Comment