বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
উদয় মণ্ডল
ভালবাসা
অনড় বৃষ্টি ধারায়---খুব গোপনে,
দু'হাতে যতই ভালবাসার শিকড় ছিঁড়ি,
অজান্তেই ভালবাসার চারারা জন্ম নেয়!
ভালবাসার মতো
ভাল জন কে আছে আর?
কিছুতেই সম্ভব নয়,
ভালবাসা ছাড়া---এই বৃষ্টি বেলায় একলা হওয়া।
দু'হাতে যতই ভালবাসার শিকড় ছিঁড়ি,
অজান্তেই ভালবাসার চারারা জন্ম নেয়!
ভাল জন কে আছে আর?
ভালবাসা ছাড়া---এই বৃষ্টি বেলায় একলা হওয়া।
বা ! বন্ধু বৃষ্টি কে বেশ কাজে লাগিয়েছ
ReplyDeleteধন্যবাদ।
ReplyDelete