বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/১৭তম সংখ্যা/৮ই ভাদ্র, ১৪৩০
কবিতা
মহঃ ইব্রাহিম
দুয়োনারী
মানুষের পাপ ধুয়ে স্রোতস্বিনী নদী বয়ে চলে
ভোরের রাত্রি নদীজলে ফরজ গোসল সারে
সূর্যের পবিত্র কাপড় পরে হেঁশেলে ভাত চাপায়
ভোরের রাত্রি নদীজলে ফরজ গোসল সারে
সূর্যের পবিত্র কাপড় পরে হেঁশেলে ভাত চাপায়
প্রতি রাতে সে হয় স্বামীর ফজর স্বলাত।
আর এক নারী অন্তর্বাস খুলে রেখে পাড়ে
আদিম সাঁতার কেটে কেটে আশরীর
মুখের মিথুন লালা রস নির্গত বীর্য ধুয়ে ফেলে
ধুয়ে দেয় সারা রাতের সমস্ত অত্যাচার, কামক্ষত
লালনের সুর ভেজে ভেজে ফিরে যায নিজ পল্লিতে।
আদিম সাঁতার কেটে কেটে আশরীর
মুখের মিথুন লালা রস নির্গত বীর্য ধুয়ে ফেলে
ধুয়ে দেয় সারা রাতের সমস্ত অত্যাচার, কামক্ষত
লালনের সুর ভেজে ভেজে ফিরে যায নিজ পল্লিতে।
ঘরে কুলুঙ্গিতে দেবতার পায়ে প্রণাম জানিয়ে
দু'টো ধূপবাতি জ্বালিয়ে গুঁজে দেয়
তারপর পবিত্র শরীরে খদ্দেরের আকাঙ্ক্ষায়়
একটা সিগারেট ধরায়।
দু'টো ধূপবাতি জ্বালিয়ে গুঁজে দেয়
তারপর পবিত্র শরীরে খদ্দেরের আকাঙ্ক্ষায়়
একটা সিগারেট ধরায়।
যৌন তপস্যায় প্রতি রাতে সে হয়ে ওঠে কোনারকের ভাস্কর্য মূর্তির মিথুনকলা।
No comments:
Post a Comment