বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০
কবিতা
বর্ষা
অমিতা দাস
বৃষ্টি
দীর্ঘ দিনের প্রতীক্ষায়
সেই মায়া ভরা সিক্ত আবেশ
উদাস মনের একতারায় বাজে শুধু অভিসারের গান…
মেঘের রোদ্দুরে শুকনো
সেই মায়া ভরা সিক্ত আবেশ
উদাস মনের একতারায় বাজে শুধু অভিসারের গান…
মেঘের রোদ্দুরে শুকনো
প্রেমের চিঠি
দূর দেশের কোন নাগরিকার ভুলে যাওয়া স্বপ্ন।
তবু তুমি আসো
নতুন প্রেমিকের সন্ধানে
অলকা থেকে তিলোত্তমার
বুকে এঁকে যাও রৈখিক নিমগ্নতা।
নতুন প্রেমিকের সন্ধানে
অলকা থেকে তিলোত্তমার
বুকে এঁকে যাও রৈখিক নিমগ্নতা।
সত্যি মায়া ভরা 🌿
ReplyDelete