প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Saturday, August 5, 2023

বর্ষা | ডাক । সৈয়দ হাসমত জালাল

 

বাতায়ন/কবিতা/বর্ষা/১ম বর্ষ/১৫তম সংখ্যা/১৯শে শ্রাবণ, ১৪৩০

কবিতা
বর্ষা
সৈয়দ হাসমত জালাল

ডাক

বৃষ্টি নেমেছে আজ দুপুরের পৃথিবী জুড়িয়ে
ভিজেছে বাগানের উন্মুখ ফুলগাছগুলি
তাদের মতোন তুমিও ভিজেছ খোলা ছাদে গিয়ে
তোমাকে দেখেই বুঝি চমকেছে চকিত বিজুলি

গন্ধরাজের পাপড়িতে স্বচ্ছ জলের ফোঁটাটির মতো
তোমার মুখের লাবণ্যে মিশেছে নরম আলো
কে ডেকেছে তোমাকে, বাতাস এনেছে বয়ে দূরাগত
সেই ডাক, সংগোপন, বুকের গভীরে যেন চমকালো

কয়েক-শো বছরের ডাক, তুমি শোনো আজও
মেঘে মেঘে মন্দ্রিত গাঢ় সেই স্বর, কেঁপে ওঠে বুক
যেন সে তোমাকে বাজায় বীণাটির মতো, বাজো
তুমি বাজো বৃষ্টির রাগিণীতে, গোপন পূর্বরাগের সুখ

আকাশ ওপচানো এত ভালোবাসা, চুম্বন ঝরে ভেজা চুলে
এই দৃশ্যটি লেখে কবি, বৃষ্টি নেমেছে যুগ-যুগান্তের উপকূলে

6 comments:

  1. খুব সুন্দর কবিতা !!!

    ReplyDelete
  2. বেশ ভালো লাগলো, ধন্যবাদ জানাই।

    ReplyDelete
  3. ভালো লাগলো কবিতাটি

    ReplyDelete
  4. সুন্দর মিষ্টি কবিতা উপহার পেলাম। অশেষ ধন্যবাদ।

    ReplyDelete
  5. অপূর্ব সুন্দর

    ReplyDelete
  6. বাহ্ খুব সুন্দর কবিতা।

    ReplyDelete

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 30 days)