বাতায়ন/শারদ/গল্পাণু/১ম
বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | গল্পাণু
পীযূষ কান্তি সরকার
অবসান
হলধর চট্টোপাধ্যায়ের
বাড়ির পুজো এবার আশি পূর্ণ হবে। দুর্গা-দালানে সাবেকি একচালায় মাতৃমূর্তির
আরাধনা হয় প্রতি বছর। হলধর প্রয়াত হয়েছেন বছর পঁচিশ আগে। মূর্তি ছোট হলেও এবার
পূজা কিন্তু হবে।
সপ্তমী, অষ্টমীর শেষে
সন্ধিপুজো আর নবমীর পুজো সমাপনান্তে পাঁঠাবলি হত। তিন ছেলের বৌ-ই জীবহত্যার বিরোধী
তবু তিনি শোনেননি। তাঁর মৃত্যুর বছর পাঁচেক আগের ঘটনা। সে-বারে নবমীর বলির পরেই
ছোটছেলের বাইক অ্যাক্সিডেন্ট হল। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসতেই তার মা
মহামায়া হাড়িকাঠে মাথা ঠুকে বললেন "পরের বছর থেকে বলি বন্ধ না হলে আমি মাথা
গলিয়ে বসে থাকব। চলবে না আর রক্তপাত।" মায়ের আদেশে ছেলেরা হাড়িকাঠ তুলে
ফেলল। অবসান হল নৃশংস সেই প্রথার।
সমাপ্ত
No comments:
Post a Comment