বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতা
জেসমিন আক্তার
অনুরাগ
মোড়া থাকে জীবনের মাপকাঠি
বিবর্ণ ভাবনায় ছেদ পড়ে অনেক কিছু—
অনন্ত সময়ে স্মৃতির তরি ডুবে যায় অতলে...
পথের ধারে অশ্বত্থ বৃক্ষ পাতাশূন্য হয়ে কাঁদে
স্বল্প আয়ুতে রঙিন সুতোয় মোড়া জীবনের মাপকাঠি—
আঁকাবাঁকা পথ সারল্যে খোঁজে ছায়া-রোদ…
গোপন মায়ার টানে বাতায়নে
উঁকি মারে রাগ-অনুরাগ—
ভালো লাগলো।
ReplyDelete