প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

এই নীল গ্রহের ভেতরে আমরা যারা এমনি এমনি বাস করি | তাপস রায়

বাতায়ন/মাসিক/ কবিতা /৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র , ১৪৩২ কবিতা তাপস রায়   এই নীল গ্রহের ভেতরে আমরা যারা এমনি এমনি বাস করি

Friday, October 27, 2023

অনুরাগ | জেসমিন আক্তার

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

কবিতা
জেসমিন আক্তার

অনুরাগ

 
মোড়া থাকে জীবনের মাপকাঠি
বিবর্ণ ভাবনায় ছেদ পড়ে অনেক কিছু—
অনন্ত সময়ে স্মৃতির তরি ডুবে যায় অতলে...

পথের ধারে অশ্বত্থ বৃক্ষ পাতাশূন্য হয়ে কাঁদে
স্বল্প আয়ুতে রঙিন সুতোয় মোড়া জীবনের মাপকাঠি
আঁকাবাঁকা পথ সারল্যে খোঁজে ছায়া-রোদ…
 
গোপন মায়ার টানে বাতায়নে
উঁকি মারে রাগ-অনুরাগ—

1 comment:

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)