প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দহন | মানুষকে মানুষের মূল্য দিন

বাতায়ন/দহন / কবিতা / ৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ ,   ১৪৩২ দহন   | সম্পাদকীয় "এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হ...

Wednesday, October 4, 2023

শারদ | বোধন | চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শারদ/গল্পাণু/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | গল্পাণু
চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়

বোধন


কালশিটে পড়া চোখ কখন যেন ঘুমিয়ে পড়ে। চোখের কোলে জমে আছে চটচটে নোনা দাগ। থেকে থেকেই অজান্তেই ফুঁপিয়ে কেঁপে ওঠে ১৬ বছরের একটা কিশোরী বুক।

ঘরে তখন সস্তা অ্যালকোহলের তীব্র কটু গন্ধ। দিনের আলোরও যেন সেখানে ঢোকা বারণ। অপরিসর ছোট জানালা দিয়ে ভয়ে-ভয়ে চুপি-চুপি ধোঁয়াশার মতো আলো, আচ্ছন্ন করে রাখে এক বিষাদময় ঘরকে।

এক প্রৌঢ়, শরতের আকাশ পিছনে ফেলে, মাথা নিচু করে ঢোকে সেই অপরিসর ঘরে। ঘরময় বিশৃংখলতার অপরিচ্ছন্নতা, সব কিছু ডিঙিয়ে এগিয়ে যায় কিশোরীর কাছে।

ততক্ষণে বোধন হয়ে গেছে এক আত্মার। মুঠিতে শক্ত করে ধরে রাখা একটা সসপ্যানের বারংবার আঘাতে রক্তাক্ত হয়ে লুটিয়ে পরে এক প্রৌঢ় শরীর।

শরতের আলো আহ্বান করে তাকে। কিশোরী হেঁটে পার হয়ে আসে দীর্ঘ কালো পথ। সে জানে না এবার দেবীর কীসে আগমন।


সমাপ্ত

2 comments:

  1. বাঃ কিশোরীর সঙ্গে আমরাও মুক্ত আলোর সন্ধান পেলাম।

    ReplyDelete
  2. দেবী পক্ষের ঘাত!

    ReplyDelete

জাল— মাছ কাটতে না জানলেও কিছু মানুষ জানে


Popular Top 10 (Last 7 days)