বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৫তম
সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০
কবিতা
কেতকী বসু
সময়ের আড়ালে
অবান্তর প্রশ্নের ছিমছাম জবাব
আড়ষ্টতা শুধু আঁকিবুকি চক আর খড়ি মাটির
ডাক দেয় অনামী লেখকের ছোট্ট দুটি পাতায়
ভুল করা অক্ষের আক্ষেপে।
শব্দেরা দিন গোনে অফুরন্ত ভাষার
ঘোর অন্ধকারে নিঝুম স্তব্ধতায়
ভালবাসার নির্বাক চিত্র ফুটে ওঠা জলছবি
দাগ থাকে গভীর কুয়াশায়।
কথাদের ফিশফাশ অচেতন মুখে
ভেদ করা বর্তমান সুখ পায়
পরকীয়া আস্ফালনে
অনিয়ম রোজনামচার নামে।
জলছবি আঁকা হয় সোনালি আলোয়
দিগন্ত সীমার অন্তরালে
ভেসে থাকা কলোনির ওপারে।
আরো পথ অতিক্রম করা
চটুল বাহাদুরি আবদারে।
আড়ষ্টতা শুধু আঁকিবুকি চক আর খড়ি মাটির
ডাক দেয় অনামী লেখকের ছোট্ট দুটি পাতায়
ভুল করা অক্ষের আক্ষেপে।
ঘোর অন্ধকারে নিঝুম স্তব্ধতায়
ভালবাসার নির্বাক চিত্র ফুটে ওঠা জলছবি
দাগ থাকে গভীর কুয়াশায়।
ভেদ করা বর্তমান সুখ পায়
পরকীয়া আস্ফালনে
অনিয়ম রোজনামচার নামে।
দিগন্ত সীমার অন্তরালে
ভেসে থাকা কলোনির ওপারে।
আরো পথ অতিক্রম করা
চটুল বাহাদুরি আবদারে।
No comments:
Post a Comment