বাতায়ন/কবিতাণু/১ম
বর্ষ/২৫তম সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০
উৎপলেন্দু দাস
অণু কবিতা
১
কতদিন হয়নি দেখা
চোখে চোখে হয়নি বার্তা বিনিময়,আলতো হাসি চোখের জলে কেটে গেল দিন
একে একে আর সব হয়ে গেল ক্ষয়,
ফোঁটা ফোঁটা জল জমে পাতায় পাতায়
শ্যাওলা ঢাকা মাটি অপলক দৃষ্টিতে চেয়ে রয়।
২
বাদলধারা ঝরে অঝোর বরিষণে
প্রেমের ছোঁয়া লাগে মাটির পৃথিবীতে
বিরহ কাতর ছিল মেঘের বিহনে।
আনন্দধারা ঝরে হৃদয় গহীনে
মুছে যায় বিষণ্ণতা মলিনতা যত
ব্যাকুল ময়ূর নাচে সুখের অসহ্য শিহরণে।
৩
তুলনা করি না হে প্রিয়া
তোমার আমার ভালবাসার
তুমি ধনী, অনন্যা
আমি নিতান্তই দরিদ্র ভিখারি;
তুমিই ভালবাসার শুরু,
ক্ষমা করে দিয়ো আমার অক্ষমতা,
জানি না কীভাবে ঋণ শোধ করতে পারি।
৪
খারাপ লাগায় থাকে বিকর্ষণ
ভাল লাগায় আকর্ষণ অমোঘ,
ভালবাসার ফাঁদ পাতা অপ্রতিরোধ্য মায়ায়,
প্রেম অপ্রাকৃত অনৈসর্গিক নীরব,
জানেন রাধা আদ্যাশক্তি মহামায়া,
নারী পুরুষের কী সাধ্য, এড়ায়।
অসাধারণ কবির জীবন বোধ এবং অভিব্যক্তি।👏🙏
ReplyDelete