বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৫তম
সংখ্যা/১০ই অগ্রহায়ণ, ১৪৩০
কবিতা
শ্রীময়ী চক্রবর্তী
বিচ্ছেদ
নোনতা জলে ঘরদোর একাকার
জল নামলেও রয়ে যায় কাঁটাতার
লাল নীল রং হারিয়ে গেছে যে দূরে
আলোর সিঁড়ি নেমে আসবে যে কবে
জল নামলেও রয়ে যায় কাঁটাতার
লাল নীল রং হারিয়ে গেছে যে দূরে
আলোর সিঁড়ি নেমে আসবে যে কবে
দারুণ, শ্রীময়ী,তোমার কবিতা আমি চিনি।
ReplyDelete