বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম
বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া | কবিতা
বনশ্রী রায়দাস
নীল যমুনার দেশ
ঠিক করে নড়েচড়ে বসি
জলের ঝাপটা দিই চোখেমুখে
কিছুতেই সেই ভাবনা
মৃত পাতার মতো শুকিয়ে যায় না
একে কী বলে মোহটান
নাকি ভালবাসা?
হলদি নদীর ওপর ঝুঁকে
পড়া
খেজুর গাছটায় ছোট্ট বাসা
তুমি থাকো ওপারে
যোজন পথ দূরে—
কখনো-সখনো উড়ে এসে
এই ডালে বসে, চলে যাও পালক ফেলে
মাঝে পড়ে থাকে উদাসী দুটি ছলোছলো গ্রাম।
এ হৃদয় পাশে তোমার হৃদয় বাজে
একে কী বলবে তুমি?
যদি বলো ভালবাসা—
তবে মন্দ কথায় বলে
অবৈধ প্রেম।
তখন বিষণ্ণতার কালো
ধোঁয়ায়
ঢেকে যায় হৃদয়ের দেবরাজ;
কী হবে বৈধতার বিচারে
এ-যে শ্রীকৃষ্ণের নীল যমুনার দেশ।
জলের ঝাপটা দিই চোখেমুখে
কিছুতেই সেই ভাবনা
মৃত পাতার মতো শুকিয়ে যায় না
একে কী বলে মোহটান
নাকি ভালবাসা?
খেজুর গাছটায় ছোট্ট বাসা
তুমি থাকো ওপারে
যোজন পথ দূরে—
কখনো-সখনো উড়ে এসে
এই ডালে বসে, চলে যাও পালক ফেলে
মাঝে পড়ে থাকে উদাসী দুটি ছলোছলো গ্রাম।
এ হৃদয় পাশে তোমার হৃদয় বাজে
একে কী বলবে তুমি?
যদি বলো ভালবাসা—
তবে মন্দ কথায় বলে
অবৈধ প্রেম।
ঢেকে যায় হৃদয়ের দেবরাজ;
কী হবে বৈধতার বিচারে
এ-যে শ্রীকৃষ্ণের নীল যমুনার দেশ।
No comments:
Post a Comment