বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া
| কবিতা
নীলাঞ্জনা মল্লিক
ছেঁড়া পৃষ্ঠার চিঠি
ভাগ্যিস তোমার একটা গিটার ছিল অয়নাংশু!
নাহলে সেই উচ্ছ্বল মোহময়ী নদীর বাঁকে—
পলাশ গাছের ছায়াঘেরা
আমার আলুথালু অশান্ত কবিতারা
অনাথ শিশুর মতো অভুক্ত ঘুরে বেড়াত এদিক-ওদিক
বারান্দার গ্রিল-জড়ানো মানিপ্ল্যান্টের গায়ে আছড়ে পড়া
সন্ধ্যাধূপের ধোঁয়ায়
যে গোপন আশ্চর্য হৈমন্তিক শব্দ,
সে এমন নিভৃত আদুরে আশ্রয় পেত না
ভাগ্যিস তোমার নিষ্ঠুর অনুপস্থিতি ছিল!
সুদূর পাইনবন থেকে হাওয়ার তোড়ে ভেসে আসা ওই নেশাতুর জংলা গন্ধ
আমার কানের পাশে ঠোঁট ঠেকিয়ে বলত না — "ভালবাসি দুয়োরানি"...
ভাগ্যিস তোমার অবাধ্য আলিঙ্গন ছিল,
অয়নাংশু!
পলাশ গাছের ছায়াঘেরা
আমার আলুথালু অশান্ত কবিতারা
অনাথ শিশুর মতো অভুক্ত ঘুরে বেড়াত এদিক-ওদিক
সন্ধ্যাধূপের ধোঁয়ায়
যে গোপন আশ্চর্য হৈমন্তিক শব্দ,
সে এমন নিভৃত আদুরে আশ্রয় পেত না
অয়নাংশু!
অপূর্ব
ReplyDeleteKhub mon choya, valobasa neben prio kobi
ReplyDeleteখুব খুব ভালো লাগলো
ReplyDeleteদারুণ
ReplyDeleteধন্যবাদ সকলকে
ReplyDeleteভালো লাগল।
ReplyDeleteবাঃ। খুব ভালো লাগলো।
ReplyDelete