বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম
বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া | কবিতা
খগেশ্বর দাস
পাতিহাঁসের লালায়
পাতিহাঁসগুলো দুপুরে
রোদের গন্ধ গায়ে মাখে
মগ্ন ঘুম সংকীর্ণ ডাঙায়
ইহাদের অন্য কোন উৎকর্ষ লীলাযাত্রার প্রতিফলন ছড়ানো
থাকে না ঝিলের জলে।
যতক্ষণ সক্রিয়
সর্বগ্রাসী পুরুষতন্ত্রের তেজ
দলের পুরুষেরা ব্যস্ত পরকীয়ায়।
নিজস্ব রমণী ছাড়া অন্য
রমণীর স্বাদ বড় বেশি
প্রিয় হলে
অধর ওষ্ঠ ভিজে যায় লোলুপ অশুদ্ধ লালায়।
মগ্ন ঘুম সংকীর্ণ ডাঙায়
ইহাদের অন্য কোন উৎকর্ষ লীলাযাত্রার প্রতিফলন ছড়ানো
থাকে না ঝিলের জলে।
দলের পুরুষেরা ব্যস্ত পরকীয়ায়।
প্রিয় হলে
অধর ওষ্ঠ ভিজে যায় লোলুপ অশুদ্ধ লালায়।
No comments:
Post a Comment