প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Friday, December 8, 2023

পরকীয়া | আকাশের কথা | শম্পা সামন্ত

বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০

পরকীয়া | কবিতা
শম্পা সামন্ত

আকাশের কথা


আমি আকাশের কথা বললাম না কোনো মতেই, যখন তা শুধু ফাঁকা প্রচার মনে হল।
অথচ আমি বেশ অনুমান করছি ক্যানভাস ছাড়া যা কিছুই আঁকি না কেন তা সম্ভব নয়।
জল রং একটা প্রাথমিক হিসেবে মনে গেঁথে গেলে মেঘলা দিনে বা বৃষ্টির শেষে মনে মনে মেঘ এঁকে নিচ্ছি কিসিমের।

আর সূর্যডোবার পালা এলে কমলা রঙের বেলুন যেন সাঁটিয়ে রাখছি ফাঁকা এক আস্তরণের উপর।
কবেই আমি ঘর ছেড়ে, কুল ছেড়ে অকুলেই মেখে নিচ্ছি এক বড়সড় পরকীয়া তোমার সঙ্গে।
আসলে তুমি যতই যত্নে তুলে রাখা সিঁদুর কৌটো হও-না কেন, তোমাকে পড়ে ফেলছি প্রশস্ত কপালে।
এখন আমার অহংকারগুলি ঘুরিয়ে নিচ্ছি কোমর ঘিরে, বক্ষ ঘিরে।
হয়তো এ ইস্তক যত কথা বললাম তার সবই মিথ্যা।
হয়তো-বা তা সবই সম্ভব এই অনন্তগামী অভীপ্সার দিকে মুখ ঘুরিয়ে।
এ আমার নিবেদনরত প্রণয়। এ আমার হৃদয় ক্ষচিত বাক্য।
এ আমার মস্তিষ্কের ব্যথা ও ক্ষরণ।
এসো হে অনন্ত ইপ্সা, এসো আশাময় বাক্য।
আমার অনন্ত আকাশ! আমায় পূর্ণ করো।
বক্ষ পেতেছি এই প্রশস্ত দ্রাঘিমায়।
সাজিয়েছি আলো অনাবিল।
এখন আঁধারটুকু থাকুক লুকোনো।

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)