বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম
সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া | কবিতা
পীযূষ কান্তি সরকার
ভগ্নচন্দ্র
যখন ছিলে স্বপ্নসম সদ্যপরিচিতা
বাইকের পিছনে আমার রামধনু টপটেন
উষ্ণবক্ষের উগ্রস্পর্শে মন যে মাতাল হত
আমি ভাসমান টাইটানিকের উদ্ধত ক্যাপ্টেন।
বাইকের পিছনে আমার রামধনু টপটেন
উষ্ণবক্ষের উগ্রস্পর্শে মন যে মাতাল হত
আমি ভাসমান টাইটানিকের উদ্ধত ক্যাপ্টেন।
মধ্যরাতের গহিন আঁধারে চূর্ণ টাইটানিক
সংসারের সংক্ষোভে আমার ক্যামেরা পথ হারায়…
অন্ধকারে পাথর কুঁদে তুমি মক্ষীরানি
উর্বশী স্বপ্ন ধুসর কারাগারের কোনায়!
সংসারের সংক্ষোভে আমার ক্যামেরা পথ হারায়…
অন্ধকারে পাথর কুঁদে তুমি মক্ষীরানি
উর্বশী স্বপ্ন ধুসর কারাগারের কোনায়!
No comments:
Post a Comment