বাতায়ন/পরকীয়া/কবিতা/১ম বর্ষ/২৬তম সংখ্যা/২২শে অগ্রহায়ণ, ১৪৩০
পরকীয়া
| কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী
পরকীয়া
জীবন যখন একঘেয়ে হয়, রং হারাতে থাকে—
নতুন নতুন মিথ্যে আশা হাতছানি দেয়, ডাকে।
পরকীয়াও তেমনই এক রঙিন কুহক শুধু—
ছলনা তার মরুভূমির মরীচিকার ধু-ধু।
নতুন নতুন মিথ্যে আশা হাতছানি দেয়, ডাকে।
পরকীয়াও তেমনই এক রঙিন কুহক শুধু—
ছলনা তার মরুভূমির মরীচিকার ধু-ধু।
প্রথম প্রথম ভালই লাগে, নেশায় যেন বাঁধে—
সময় এলেই বুঝবে তুমি পড়েছ এক ফাঁদে।
জীবনটা নয় অতই সহজ, যা ইচ্ছে যায় করা—
মিথ্যে বলেও পার পাবে না, পড়বেই ঠিক ধরা।
কাউকে তুমি ঠকিও না তাই, তুমিও যাবে ঠকে—
সময় তোমার হিসেব নেবে, মিলিয়ে নিও দেখে।
নতুন কিছু পাওয়ার আশায় পুরোনো যাও ফেলে—
তোমায় যারা আপন ভাবে, তাদের হেলায় ঠেলে?
সত্যি যদি হয় প্রয়োজন, বেরিয়ে এসো আগে—
তারপরে নাও সিদ্ধান্ত, যা ঠিক তোমার লাগে।
করছ তুমি যার ভরসা, সেও কি তোমার হবে?
তোমার যারা, তোমার আছে, পালাও কেন তবে?
বরং তুমি নিজের মনে জ্বালিয়ে নিও আলো—
পুরোনো প্রেম নতুন হবে, লাগবে আবার ভাল।
মিথ্যে আশায় ঝাঁপ দিও না, শেষটা দেখো ভেবে—
সময় এলে জীবন তোমায় দু-হাত ভরে দেবে।
সময় এলেই বুঝবে তুমি পড়েছ এক ফাঁদে।
জীবনটা নয় অতই সহজ, যা ইচ্ছে যায় করা—
মিথ্যে বলেও পার পাবে না, পড়বেই ঠিক ধরা।
কাউকে তুমি ঠকিও না তাই, তুমিও যাবে ঠকে—
সময় তোমার হিসেব নেবে, মিলিয়ে নিও দেখে।
নতুন কিছু পাওয়ার আশায় পুরোনো যাও ফেলে—
তোমায় যারা আপন ভাবে, তাদের হেলায় ঠেলে?
সত্যি যদি হয় প্রয়োজন, বেরিয়ে এসো আগে—
তারপরে নাও সিদ্ধান্ত, যা ঠিক তোমার লাগে।
করছ তুমি যার ভরসা, সেও কি তোমার হবে?
তোমার যারা, তোমার আছে, পালাও কেন তবে?
বরং তুমি নিজের মনে জ্বালিয়ে নিও আলো—
পুরোনো প্রেম নতুন হবে, লাগবে আবার ভাল।
মিথ্যে আশায় ঝাঁপ দিও না, শেষটা দেখো ভেবে—
সময় এলে জীবন তোমায় দু-হাত ভরে দেবে।
Sundor
ReplyDeleteধন্যবাদ 😊
Delete