বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১
কবিতা
নিশীথ ষড়ংগী
বাতায়ন
দেখো ধুলোঝড়ে পাল্লা সামান্য খুলেছে
বাকিটুকু অথৈ পরাগে
অংশত আবছা আর হৃদয় অবাধ্য এক আলো
এ পোড়া নিদাঘে—
কেউ কি মল্লার এনে পুঁতেছে এখানে!
অথবা হিন্দোল!
জিজ্ঞাসাচিহ্নের নীচে চাপ চাপ জমে আছে
বিস্মিত কল্লোল—
তুমি কী জানবে বলো, চোখের ভেতরে স্রোতস্বিনী
কী করে লিখব শব্দে, ক্ষতমুখে আরতির ধ্বনি…
বাকিটুকু অথৈ পরাগে
এ পোড়া নিদাঘে—
অথবা হিন্দোল!
বিস্মিত কল্লোল—
কী করে লিখব শব্দে, ক্ষতমুখে আরতির ধ্বনি…
No comments:
Post a Comment