বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছড়া/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | ছড়া
দীপক রঞ্জন কর
ছোট্ট খুকি
ছোট্ট খুকি যা স্কুলে
দাদার হাতটা ধরে
দাদার মতো মস্ত হবে
লেখাপড়া করে।
দেশ-বিদেশ দেখবে খুকি
বিমান রেলে চড়ে
মা'র মতো থাকবে না সে
কেবল রান্না ঘরে।
স্কুল কলেজে পড়ে খুকি
দেশের কাজ করবে
কাঁধে কাঁধ মিলিয়ে সে
স্বপ্নের দেশ গড়বে।
দাদার হাতটা ধরে
দাদার মতো মস্ত হবে
লেখাপড়া করে।
বিমান রেলে চড়ে
মা'র মতো থাকবে না সে
কেবল রান্না ঘরে।
দেশের কাজ করবে
কাঁধে কাঁধ মিলিয়ে সে
স্বপ্নের দেশ গড়বে।
খুব ভালো লাগলো
ReplyDelete