বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
তন্ময় অধিকারী
শ্রমজীবীর শ্রমদিবস
অক্ষুন্ন হোক অধিকার, পারিশ্রমিক।
সাবধান, পুঁজিপতি, মজুতদার, খবরদার,
জোগাড় দিয়ো অন্ন, বস্ত্র, বাসস্থানে।
অধিকারের দাবি, দাবানলের মতো লেলিহান।
গাঁইতি, শাবল, কাস্তে, ধারালো বেয়নেট।
ক্ষুধার জ্বালা মেটাবে, আন্দোলনের তাপপ্রবাহে।
মেঘের আদালতে, ভুখা-হরতালে বৃষ্টির ফরমান।
সাবধান, পুঁজিপতি, মজুতদার, খবরদার,
জোগাড় দিয়ো অন্ন, বস্ত্র, বাসস্থানে।
অধিকারের দাবি, দাবানলের মতো লেলিহান।
গাঁইতি, শাবল, কাস্তে, ধারালো বেয়নেট।
ক্ষুধার জ্বালা মেটাবে, আন্দোলনের তাপপ্রবাহে।
মেঘের আদালতে, ভুখা-হরতালে বৃষ্টির ফরমান।
No comments:
Post a Comment