প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দহন | মানুষকে মানুষের মূল্য দিন

বাতায়ন/দহন / কবিতা / ৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ ,   ১৪৩২ দহন   | সম্পাদকীয় "এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হ...

Thursday, July 4, 2024

শ্রমজীবীর শ্রমদিবস | তন্ময় অধিকারী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা

তন্ময় অধিকারী


শ্রমজীবীর শ্রমদিবস


শ্রমিকদিবসও বিশ্রামহীন শ্রমদিবস,
প্রযুক্তির অগ্রগতি, যন্ত্রমানব।
পরিশ্রমে ক্লান্ত নয়, নির্ভীক মজুর।
অক্ষুন্ন হোক অধিকার, পারিশ্রমিক।
সাবধান, পুঁজিপতি, মজুতদার, খবরদার,
জোগাড় দিয়ো অন্ন, বস্ত্র, বাসস্থানে।
অধিকারের দাবি, দাবানলের মতো লেলিহান।
গাঁইতি, শাবল, কাস্তে, ধারালো বেয়নেট।
ক্ষুধার জ্বালা মেটাবে, আন্দোলনের তাপপ্রবাহে।
মেঘের আদালতে, ভুখা-হরতালে বৃষ্টির ফরমান।

No comments:

Post a Comment

জাল— মাছ কাটতে না জানলেও কিছু মানুষ জানে


Popular Top 10 (Last 7 days)