বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছড়া/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | ছড়া
দীপক রঞ্জন কর
গাছের অবদান
গাছ কেটে ছায়া খুঁজি
গাছের মর্ম কি আর বুঝি?
পরিবেশে গাছের বড় অবদান
গাছেই করে জীবন দান।
যেখানে গাছ সেখানেই বৃষ্টি
বৃষ্টিতেই নতুন গাছের সৃষ্টি,
গাছ থেকে পাই ঔষধ ফল
গাছের ছায়ায় বায়ু সুশীতল।
চলো সকলে একসাথে গাই
গাছের বিকল্প কিছুই নাই,
চলো সকলে গাছ লাগাই
পরিবেশ সুস্থ সুন্দর করে সাজাই।
গাছের মর্ম কি আর বুঝি?
পরিবেশে গাছের বড় অবদান
গাছেই করে জীবন দান।
বৃষ্টিতেই নতুন গাছের সৃষ্টি,
গাছ থেকে পাই ঔষধ ফল
গাছের ছায়ায় বায়ু সুশীতল।
গাছের বিকল্প কিছুই নাই,
চলো সকলে গাছ লাগাই
পরিবেশ সুস্থ সুন্দর করে সাজাই।
No comments:
Post a Comment