প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দহন | মানুষকে মানুষের মূল্য দিন

বাতায়ন/দহন / কবিতা / ৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ ,   ১৪৩২ দহন   | সম্পাদকীয় "এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হ...

Thursday, July 4, 2024

আলোর পথে | জগন্নাথ মহারাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১

যশোধরা রায়চৌধুরী সংখ্যা | গল্পাণু

জগন্নাথ মহারাজ

আলোর পথে


"দিশাহারা হয়ে একদিন বৃন্দাবনে এসে দেখতে পায় প্রেমময়ী রসকলিকে। বৈষ্ণবীর প্রেমময়ী চাউনি, অন্তঃনিভৃত রস অমৃত কথা। হৃদয়ে যেন দমিত প্রেম পুনঃজাগরিত হয়ে উঠল।"


বাল্যকাল থেকেই ভবানন্দের সাধু সন্ন্যাসীদের জীবনযাপন ও আদর্শের প্রতি গভীর কৌতুহল ছিল। দেখলেই সংস্পর্শ লাভের জন্য সদাই তার মন অস্থির হয়ে উঠত।
সন্ন্যাসী হওয়ার যে অন্তরের বাসনা মনের মধ্যে ছিল, তারই বহিঃপ্রকাশ ঘটে কলেজে বিএ পাশ করার পর, সৎ গুরুর 
সন্ধানে একদিন গভীর রাত্রে সকলের অগোচরে গৃহত্যাগ করল অজানা পথে। বহু তীর্থে বহু সনাতন সম্প্রদায়ের সাধকের নিকটে যোগ এবং শ্মশানে শব সাধনার শিক্ষা নিলেও সাধন মার্গে যথার্থ মনোসংযোগ করতে পারল না।
এ পথ যেন তার সাধনপথ নয়। দিশাহারা হয়ে একদিন বৃন্দাবনে এসে দেখতে পায় প্রেমময়ী রসকলিকে। বৈষ্ণবীর প্রেমময়ী চাউনি, অন্তঃনিভৃত রস অমৃত কথা। হৃদয়ে যেন দমিত প্রেম পুনঃজাগরিত হয়ে উঠল। 
মনে হল, এ কী ভাবান্তর! তৃষ্ণাতুর আঁখি দেখে রসিকার বুঝতে অসুবিধা হলো না যে, এই সাধক প্রেমের পূজারী রাধাময় প্রাণ। একদিন রসিকা বলল— ঠাকুর রসকর্মের সাধন সাগরে কী নাও বাইয়েছ?
ভবা ম্লান হেসে বলল— দীর্ঘদিন বৃথাই নীরস সাধন ভজন করলাম, আমার ব্রহ্মক্ষুধা মিটল না। এই জনমে আর হলো না গো!
রসিকা গুনগুন করে গেয়ে উঠল— কর মন কামনা / করিতে সাধনা / ভজনে দুজনা / গুরু বর্তমানে। ভবা ঝুলি থেকে খঞ্জনি বের করে সুরে সুর মিলিয়ে উদাত্তকন্ঠে গাইতে লাগল— যদি রসিকা সাথী / হয় গো সারথি / কৃষ্ণ মিলে হৃদ বৃন্দাবনে। এভাবেই দেখাসাক্ষাৎ চলতে চলতে যুগল সাধনায় ব্রতী হয়ে, তারা একদিন এল অজয় নদের তীরে জয়দেব ধামে, গুরু সদানন্দের আখড়ায়। গুরু বাউলতত্ত্বের গুহ্যদ্বার খুলে গোপন রসতত্ত্বের শিক্ষা প্রদান করলেন।
গুরু বললেন— এ পথে চলেই তুমি তোমার আনন্দঘন স্বরূপকে চিনবে। ভবা রসিকাকে সাধনসঙ্গিনী করে পরমানন্দ জগতের আলোর পথে ক্রমশঃ এগিয়ে চলল। এ পথে যে নিত্য মৃত্যুর কোন ভয় নেই। দেহের মাঝেই নিজেকে জানার প্রেমময় সাধনা...
 

সমাপ্ত

No comments:

Post a Comment

জাল— মাছ কাটতে না জানলেও কিছু মানুষ জানে


Popular Top 10 (Last 7 days)